গঙ্গারামপুর ২১শে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :—––একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্যান্ডেল, প্রতিমা তৈরির কাজের সূচনা হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের ডাক বাংলোপাড়ার দুর্গাপুজোর খুঁটি পূজার মধ্য দিয়ে কাজের সূচনা হয়।তাদের দুর্গাপুজো এবারে ১৫ বছরে পা দিল বলে জানালেন পুজো কমিটির সম্পাদক সহ উদ্যোক্তারা।পুজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানও। গঙ্গারামপুর পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ার এবছরের দুর্গাপুজো ১৫বছরে পা দিল। প্রতিবছরই ডাকবাংলা পাড়ার দুর্গাপুজো ভক্তি নিষ্ঠার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বাসিন্দারা তাদের এই পুজো করে থাকে। এবছরের পুজো কমিটি সম্পাদক হয়েছেন সাংবাদিক তথা সমাজসেবী চয়ন হোড়, সভাপতি হয়েছেন প্রাক্তন শিক্ষক রণধির ব্যানার্জি। বৃহস্পতিবার শুভদিনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাজনা মধ্য দিয়ে দুর্গাপুজোর কাজের সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে।গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়ার দুর্গাপূজার ১৫ বছর পূর্তি উপলক্ষে খুঁটি পুজোর মাধ্যমে পূজোর সূচনা করেন সাংবাদিকতা তথা পুজো কমিটি সম্পাদক চয়ন হোড় , সভাপতি রনধীর ব্যানার্জি,বুনিয়াদপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী রঞ্জন পান্ডে, প্রাক্তন শিক্ষক নারায়ণ সরকার,তাপস রায়, ব্যবসায়ী গণেশ সাহা, উদয় সরকার,দীপু বিশ্বাস সহ আরো অনেকেই। এবিষয়ে সাংবাদিক তথা ডাকবাংলোপাড়া দুর্গাপূজা কমিটির সম্পাদক চয়ন হোড় জানিয়েছেন , ভক্তি নিষ্ঠার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই পুজো এবছর ১৫তম বর্ষে পা দিয়েছে।খুঁটি পূজার মধ্যে দিয়ে প্যান্ডেল ,প্রতিমা কাজের সূচনা করা হলো।পুজো নিয়ে থাকছে আমাদের বিশেষ অনুষ্ঠানও । ডাকবাংলো পাড়া পুজো কমিটির অন্যতম সদস্য নারায়ন সরকার জানিয়েছেন,মায়ের কাছে আমরা সব সময় প্রার্থনা করি যে, মা যেন সবাইকে ভালো রাখে। বিপদ আপদ কেটে যায় সেই কামনাই করা হয় মায়ের কাছে। এবছরও যে ডাকবাংলো পাড়া ১৫তম বর্ষের দুর্গাপুজো সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না

