গঙ্গারামপুর ৩ এপ্রিল: জামা সেলাই করার জন্য মায়ের কাছ থেকে টাকা চেয়েছিলl কিন্তু সেই টাকা না পেয়ে অভিমানে হলো এক নাবালিকা। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে মৃত নাবালিকার নাম শিখা রায় (১৩)। জানা গিয়েছে তপন থানার মনোহালি গ্রামের বাসিন্দা বিপুল রায়। একটি ইটভাটার শ্রমিক l স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার l বড় মেয়ে শিখা মনোহলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী l রবিবার জামা সেলাইয়ের জন্য শেখা মায়ের কাছে কুড়ি টাকা চাই l কিন্তু সে সময় মায়ের কাছে টাকা না থাকায় শিখাকে দিতে পারেনি। পরে মেয়ের জেদ কমানোর জন্য প্রতিবেশীর কাছ থেকে কুড়ি টাকা ধার করে এনে দেয়। সেই টাকা থেকে আবার পাঁচ টাকা ছোট মেয়ে নিয়ে নেয়। এতে অভিমান হয় শিখার। কিন্তু বিকালে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে শিখা। কিছু সময় শিখার মা বাড়ি ফিরলে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে l সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন l সোমবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনার খবর জানাজানি হতেই পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে l মৃতের বাবা বিপুল রায় বলেন, আমার তিন মেয়ে l রবিবার বড় মেয়ে শিখা ওর মায়ের কাছে জামা সেলাইয়ের জন্য কুড়ি টাকা চায় l কিন্তু সে সময় স্ত্রীর কাছে কুড়ি টাকা না থাকায় মেয়েকে দিতে পারেনি l পরে অন্যের কাছ থেকে ধার করে এনে বড়ো মেয়েকে কুড়ি টাকা দিয়েছিল l এই কুড়ি টাকার থেকে আবার পাঁচ টাকার ছোট মেয়ে নিয়ে নেয় l তাই অভিমানে বড় মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে l তিনি বলেন এমন কাজ করবে কোনদিন ভাবতে পারিনি।

