গঙ্গারামপুর ১২ দক্ষিণ দিনাজপুর। সাধারণ রঙ্গালয় ও বঙ্গদর্শন পত্রিকার সার্ধশতবর্ষ উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বই প্রকাশ অনুষ্ঠান হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পৌরসভার দেবী কোট উৎসব ভবনে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র। সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,বাকি কাউন্সিলর সহ বিভিন্ন লেখক ও নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চেয়ারম্যান থেকে শুরু করে গুণীজনেরা। গঙ্গারামপুরের বাসিন্দা অধ্যাপক ডঃ অচিন্ত্যকুমার বাগচী ও গবেষণা নিয়ে পড়াশোনা করা দেবাঞ্জন মুখার্জি নামে এক যুবক গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের কাছে কিছুদিন আগে একটি অনুষ্ঠান করার দাবি জানান।যা সাধারণ রঙ্গালয় ও বঙ্গদর্শন পত্রিকার সার্ধশতবর্ষ উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বই প্রকাশ অনুষ্ঠান দেবিকোট ভবনে করার জন্য আগ্রহ প্রকাশ করেন। গঙ্গারামপুরের পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের কাছে দাবি জানানোর পরেই তিনি রাজি হয়ে যান।ওই দুজনের কথাতে তিনি পৌরসভার দেবীকোট উৎসব ভবনটি সেই অনুষ্ঠান করার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করে দেন। যা রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরের দেবীকোট উৎসব ভবনে সাধারণ রঙ্গালয় ও বঙ্গদর্শন পত্রিকার সার্ধ শতবর্ষ উপলক্ষে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও বই প্রকাশ অনষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর,প্রাক্তন কাউন্সিলর তুলসীপ্রসাদ চৌধুরী ,কাঞ্চন সেন, প্রাক্তন পৌরসভার ভাইস চেয়ারপারসন সুব্রত মুখার্জি, অনুষ্ঠানের আয়োজক অধ্যাপক ডক্টর অচিন্ত্যকুমার ব্যানার্জি, গবেষক দেবাঞ্জন মুখার্জি ,বিশিষ্ট লেখক নির্মলেন্দু তালুকদার, হরি মাধব মুখোপাধ্যায় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে উদ্যোক্তাদের তরফে শালের চাদর ,ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। আলোচনা করা হয় বিভিন্ন বিষয় নিয়েও।

