তপন,২১ এপ্রিল :——— একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর পাকা রাস্তার কাজের শিলান্যাস হল। নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে পাকা রাস্তার কাজের সূচনা করলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাত মন্ডল,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া,তৃণমূল নেতা সমীর রাহা,রামপ্রসাদ রায় প্রমুখ।
তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েত দাউদপুর থেকে হজরতপুর গ্রাম পঞ্চায়েতের ঢেলপির রাস্তাটির দুরত্ব প্রায় ৬ কিলোমিটার। রাস্তাটি দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে থাকেন। অধিকাংশ রাস্তা পাকা হয়েছে। বাকি রাস্তা পাকা করার লক্ষ্য এদিন কাজের সূচনা করা হয়।

