একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে পথশ্রী প্রকল্পে তপন ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতে ২৪ টি রাস্তার শিলান্যাস হল। স্বাভাবিক স্বস্তির হাফ ছেড়েছেন তপন ব্লকের গ্রামগঞ্জের মানুষজন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

তপন,২৮ মার্চ : 
মঙ্গলবার তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বাস বাসস্ট্যান্ড ও হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বাঘইট পাটগোড়াউনে মঞ্চ তৈরি করে পাকা রাস্তা কাজের সূচনা করা হয়। এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাসস্ট্যান্ডের শনিমন্দির থেকে স্কুল মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাত মন্ডল,চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী বর্মন প্রমুখ।
অপর দিকে বাঘইট পাট গোডাউন মোড়ে সতীশ তিরকীর বাড়ি পর্যন্ত ৬৭০ মিটার রাস্তার শিলান্যাস করা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তাটির কাজের শিলান্যাস করেন হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাব্বিনা বিবি। এছাড়াও উপস্থিত ছিলেন সিআই প্রবীর কুমার রায়,গ্রাম পঞ্চায়েত সম্পাদক জিল্লুর রহমান,নির্মান সহায়ক চিত্তরঞ্জন কর্মকার প্রমুখ।
জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন,জেলার ১৩৭ টি রাস্তার কাজের শিলান্যাস হল। তার মধ্যে জেলার কর্মসূচি করা হল তপনের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত বাসস্ট্যান্ড এলাকায়।
হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাব্বিনা বিবি বলেন,হজরতপুর গ্রাম পঞ্চায়েতে বেশির ভাগ রাস্তা পাকা হয়ে গিয়েছে। বাঘইট পাট গোডাউন থেকে সতীশ তিরকীর বাড়ি পর্যন্ত রাস্তাটি কাচা ছিল। এলাকার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। আমরা সেটি পাকা করার উদ্যোগ নিয়েছিলাম। আজকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটির কাজের শিলান্যাস হল। ফলে এলাকার মানুষজনকে সমস্যায় পড়তে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *