একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। সোমবার গঙ্গারামপুর থানা চত্বরে মঞ্চ বানিয়ে মোবাইল গুলি বিলি করা হয়। পাশাপাশি থানায় মোবাইল নিতে আসা মানুষজনের হাতে মিস্টির প্যাকেট তুলে দেওয়া হয় পুলিশের তরফে।
জানা গিয়েছে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল গঙ্গারামপুরের ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজনের। মোবাইল হারিয়ে যাবার পর সেই সমস্ত মানুষজন হারিয়ে যাবার মোবাইল ফিরে পেতে গঙ্গারামপুর থানায় আবেদন করেছিলেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাবার আবেদন পেতে তদন্ত নেমে গঙ্গারামপুর থানার পুলিশ প্রায় ৫০ টি মোবাইল উদ্ধার করে। এদিন উদ্ধার হওয়া মোবাইল গুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়।
মোবাইল বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীন ) ডেনডুপ শেরপা,গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,গঙ্গারামপুর থানার আইসি শান্তুনু মিত্র,এসআই পল্লব ঝা, বিশ্বজিৎ বর্মন,সমীর কর্মকার,পাপড়ি সাহা আরো অনেকে। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি গ্রামগঞ্জের মানুষজন।

