দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরে আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য। একই দিনে শুক্রবার রাত্রি দুইটা নাগাদ চারটি গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। বুনিয়াদপুর শহরে সরাইহাট এফসিআই মিলের সামনে থেকে তিনটি গাড়ির ব্যাটারি চুরি হয়। এছাড়াও পাথরঘাটা দিলকণ্ঠী সমবায় সমিতির সামনে একটি গাড়ির ব্যাটারি চুরি হয়। গাড়ির মালিক সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে আনুমানিক দুইটা নাগাদ গাড়ির জানালা ভেংগে ক্যাবিনে ঢুকে ব্যাটারি গুলি বের করে। এছাড়াও আরো কয়েকটি গাড়ির গেট খুলার চেষ্টা করেছে চর, সেই গাড়ির ব্যাটারি তালা বন্ধ থাকায় সেই গাড়ি গুলিতে চুরি করতে পারেনি । গাড়ি গুলিতে জিপিএস ট্রেকার লাগানো ছিল, দুইটা পঞ্চাশ মিনিটে বন্ধ হয়েছে জিপিএস ট্র্যাকার বলে গাড়ির মালিক সূত্রে জানা গিয়েছে। একটি নতুন গাড়ির ব্যাটারির দাম আনুমানিক ১৩০০০ টাকা করে রয়েছে। এছাড়াও এর আগেও বংশীহারী থানা এলাকায় সরাইঘাট এফসিআই মিলের সামনে, পাথরঘাটা, দৌলতপুর সহ আরো অন্যান্য বেশ কয়েক বার এরকম গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে বলে গাড়ির মালিকরা জানিয়েছে। শুক্রবার রাতে পাথরঘাটা এলাকার রাসিক কামালের দুই টি গাড়ি থেকে ব্যাটারি চুরি হয় ও সরাইঘাট এলাকার মুকুল রায়ের দুইটি গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। বংশীহারী থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। বারবার এরকম ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বুনিয়াদপুর শহরে।
এ বিষয়ে গাড়ির ড্রাইভার ইউনুস আলী জানিয়েছেন শুক্রবার রাত্রি বেলা আনুমানিক দুইটা নাগাদ গাড়ির জানলা ভেঙ্গে গাড়ির কেবিনে ঢুকে গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। পাথরঘাটা থেকে একটি গাড়ি ও সরাইঘাট এফসিআই মিলের সামনে থেকে তিনটি গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। এর আগেও এরকম ঘটনা বহুবার ঘটেছে। আমরা বংশীহারী থানায় দারস্ত হয়েছি। আমরা আমাদের গাড়ির ব্যাটারি ঘুরিয়ে পাওয়ার আবেদন জানিয়েছি। এছাড়াও আমরা চাই এই চোরদের পুলিশ গ্রেফতার করুক।

