মানুষের শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে গেলে যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।এই প্রথম কালিয়াগঞ্জ শহরে আনুষ্ঠিক ভাবে আরগ্রম যোগ শিবিরের সূচনা হল।রবিবার রাতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে আরগ্রম যোগ শিবিরের সূচনা করেন কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতিরময়ানন্দ মহারাজ,এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙ্গানু,আরগ্রম যোগ শিবিরের কর্নধার শ্রীলেখা রায়, সহ উপস্থিত ছিলেন রাধিকারঞ্জন দেবভূতি,অরিন্দম ভৌমিক সহ বিশিষ্ট জনেরা।এদিন কালিয়াগঞ্জ শহরের স্টেশন সংলগ্ন এলাকায় এই যোগ শিবিরের সূচনা হয় এই যোগ শিবিরের সুধু মাত্র মহিলারা অংশ গ্রহণ করতে পারবে।বাড়ির মহিলারা সংসারের চাপে পড়ে নিজের শরীরের দিকে সেই ভাবে নজর দিতে পারেনা। আর যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক দিক থেকে অনেকটা সুস্থ থাকা যায় সেই কারণে মহিলাদের জন্য এই যোগ শিবিরের সূচনা করা হয়

