এআইবিএর জেলা কমিটির তরফে ১২তম বার্ষরিক সাধারন সভা অনুষ্টিত হল গঙ্গারামপুরের ক্ষুদিরাম মার্কেটের উৎসব ভবনে,বিভিন্ন দাবিতে সবর তারা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর -সরকার দ্বারা পরিচালিত ব্যাঙ্কগুলিকে তাঁদের সংস্থা কখনই বেসরকারি করণ করতে দেবেন না।বেঙ্গল প্রভেশনাল ব্যাঙ্ক এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে ১২তম বার্ষরিক সাধারন সভা অনুষ্টিত হল গঙ্গারামপুরের ক্ষুদিরাম মার্কেটের উৎসব ভবনে। সেখানে সংগঠনের একাধিক দাবি সহ সাধারন মানুষজন যেন সব সময় সুবিধা পাই তাঁর দাবি জানান, রাজ্যে থেকে শুরু করে জেলা নেতারা। পাশাপাশি সপ্তাহে ৫দিন অফিস চালাতে হবে। যা এল আইসি থেকে শুরু করে সমস্ত ব্যাঙ্ক জাতিও সমস্ত বিভাগ গুলিতে এই নিয়ম পালন করা হয়। মানুষজনদের জন্যেই এমন সন্মলনের মধ্যে দিয়ে তাঁদের দাবি গুলি তুলে ধরা হয়ে থাকে।জেলা থেকে প্রায় ২৫টি সরকারি ব্যাঙ্কের ২৫০জন ব্যাঙ্গ কর্মীরা সেখানে হাজির হয়েছিলেন।
এআইবিএর নামে সরকারি ব্যাঙ্কের এই সংগঠনটি স্বাধীনতার আগে গড়ে উঠেছিল।তারা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জেলা নিয়ে এই সংগঠনটি তাঁদের আন্দোলন করে গিয়েছেন। শনিবার একটি অনুষ্টানের মধ্যে নিয়ে বেঙ্গল প্রভেশনাল ব্যাঙ্গ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে ১২তম বার্ষরিক অনুষ্টান অনুষ্টিত হল গঙ্গারামপুরের ক্ষুদিরাম মার্কেটের উৎসব ভবনে অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতেই সংগঠনের পতাকা উত্তেলন,শহিদ বেধিতে মাল্যদান করা হয়।এর পরেই অনুষ্টানে উপস্থিত সংগঠনের রাজ্য নেতৃত্ব সঞ্জিত চট্টোপাধ্যায়, তপন ভট্টাচার্য,দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্ৰজিৎ পাল, সভাপতি উদয় সরকার সাহা, সংগঠনের উৎসব পরিচালন কমিটির সভাপতি ভাস্কর গাঙ্গুলি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যদের দাবি, সরকারি ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ করে দিয়ে মানুষজনদের ধনসম্পদ বেসরকারিদের তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁদের আন্দোলন চলতে থাকবে।যেমন কৃষকদের কৃষি ঋন কোন বেসরকারি ব্যাঙ্ক দিতে পারে না, তাছাড়া সরকারের যা নিয়ম রয়েছে সেগুলি কিন্তু সরকার দ্বারা পোষিত ব্যাঙ্কগুলিতেই সেই ধরনের সুবিধা পাওয়া যেতে পারে।
দ্বিতীয় দাবি হল মানুষজনদের ঋন নেবার ক্ষেত্রে তাঁদের সুদের হার বাড়ছে, অথচ যারা সেভিন্স অ্যাকাউন্টে টাকা রাখছে তাদের সুদের হার কমিয়ে দিচ্ছে। এছাড়াও আরো বহু দাবি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *