গঙ্গারামপুর ৪ই সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :——————- ব্লকের বিজেপির সম্পাদিকাকে মারধর করে বস্ত্রহরণ করল বিজেপির জেলা সম্পাদক বলে অভিযোগ উঠেছে। মারধর খেয়ে জীবনে কোন রকমে প্রাণে বেঁচে অন্যান্য নেতাকর্মীদের সহায়তায় বর্তমানে ওই বিজেপি নেত্রী গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল কালদিঘিতে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কালিতলা বিজেপি পার্টি অফিসের ভিতরে। মহিলা নেত্রী সাগরিকা মল্লিকের অভিযোগ, স্বামী হিসেবেই বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্ত কানাই বিশ্বাসের । গভীর সম্পর্ক রয়েছে তাদের দুজনের মধ্যে।গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া এলাকার বাসিন্দা সাগরিকা কর্মকার নামে ওই গঙ্গারামপুর ব্লক বিজেপির মহিলা মন্ডলের সম্পাদিকা দাবি, ঋণ নিয়ে একাধিকবার টাকা দিয়েছেন কানাই বিশ্বাসকে।এদিন রাতে সেই টাকা চাইতে গেলে কানাই বিজেপির জেলা সাধারণ সম্পাদক গঙ্গারামপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই বিশ্বাস তাকে মারধর করে।প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি তার বস্ত্রহরণও করেছে ওই বিজেপি নেতা বলে দাবি তার। ঘটনার বিষয়টি জানার পরে দুই নেতা-নেত্রীকেই দল থেকে বহিষ্কারের করে দেওয়া হয়েছে জানান, জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী।ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্বরাও।জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বরেশ সরকার অভিযোগ করে জানিয়েছেন,এই দলের নীতি নেই, তাই পার্টি অফিসের মধ্যে এমন এমন কান্ড ঘটাচ্ছে নেতারা। মহিলাদের সুরক্ষা নিয়ে বড় বড় কথা বিজেপি বললেও পার্টি অফিসের মধ্যে মহিলাদেরকে নির্যাতন করছে বিজেপির নেতারাই। যদিও এমন ঘটনা নিয়ে অভিযুক্ত কানাই বিশ্বাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে।

