, বালুরঘাট, ৬ সেপ্টেম্বর ——- উপাচার্যদের বেতন বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রীর হুশিয়ারিকে পালটা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। বুধবার দক্ষিন দিনাজপুরের তপনে জন্মাষ্টমী উপলক্ষে রাধাগোবিন্দ মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই বলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, উপাচার্যদের বেতন বন্ধ করার যে লেকচার মুখ্যমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়ন করে দেখাক। এর আগে একজনের বেতন বন্ধ করতে গিয়ে হাইকোর্টের কানমলাও খেয়েছিলেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে উপাচার্য নিয়োগ করেছে রাজ্যপাল। যা নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তরজা চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতেই তাদের বেতন বন্ধের হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দক্ষিন দিনাজপুরের তপনে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিক দের মুখোমুখি হয়ে সেই ঘটনা নিয়েই মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথমেই তপনের চৌপথিতে জন্মাষ্টমী উপলক্ষে বের হওয়া সুসজ্জিত র্যালিতে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পুরির জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ভবানী প্রসাদ দৈতাপতি ও তপনের রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা প্রবোধ ধর সহ তপন ও গঙ্গারামপুরের বিধায়করা। মিছিল শেষে তপনের রাধাগোবিন্দ মন্দিরে আনুষ্ঠানিক ভাবে জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করা হয়। যেখানেই সনাতন ধর্মকে আরো সুদৃঢ করতে রাজ্যের বিরোধী দলনেতার হাতে শ্রীকৃষ্ণের চক্র তুলে দিয়েছেন পুরির জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। সেই অনুষ্ঠান সেরে বের হয়ে আসবার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী আজ যার জন্য প্রতিষ্ঠা হয়েছে তার গাড়িতে পাথর ছুড়ে আক্রমণ করা হয়েছে। ৮৬ বছরের বৃদ্ধার উপর এধরণের আক্রমন করবার ঘটনা মানেই রাজ্যের প্রবীন সমাজের উপর আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুভেন্দু অধিকারী বলেন, সনাতন ধর্মের প্রসার ঘটাতেই পুরির জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের উপস্থিতিতে আজ জন্মাষ্টমীর পুর্নলগ্নে এখানে হাজির হয়েছেন। জগন্নাথ মন্দিরের শুভ সূচনা অনুষ্ঠানের আমন্ত্রনেই হাজির হয়েছেন তিনি।

