আলিপুরদুয়ার : শনিবার মাদারিহাটের শিশুঝুমরা গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার চালালো তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো এদিন শিশুঝুমরা গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়, চা বলয়ে প্রচার চালায় জয়প্রকাশ টোপ্পো। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এদিন সকাল থেকে প্রচার চালায় তৃণমূল প্রার্থী।
ওপরদিকে মাধারিহাট বিধানসভার খয়েরবাড়ি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় প্রচার চালায় বিজেপি প্রার্থী রাহুল লোহার। দার্জিলিং সাংসদ রাজু বিষ্টাকে সঙ্গে নিয়ে এদিন মাদারিহাটের বিভিন্ন এলাকায় প্রচার চালায় বিজেপি প্রার্থী।

