বালুরঘাট, ২৩ নভেম্বর —-— উপনির্বাচনে তৃণমূলের ‘সবুজ ঝড়ে কার্যত উড়ে গেল বিরোধীরা। শনিবার সন্ধ্যায় উপনির্বাচনের ফলাফল বেরোতেই বালুরঘাট জুড়ে শুরু হল উৎসবের ঢেউ। ছ’টি আসনের উপনির্বাচনে প্রায় একচেটিয়া জয় ছিনিয়ে নিয়ে সবুজ আবিরে রঙিন হয় তৃণমূলের আকাশ। শহরের অলিগলি মেতে ওঠে ‘জয় বাংলা’র স্লোগানে। যা নিয়ে এদিন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, “রাম-বামের অপপ্রচার আর চক্রান্তকে ছুড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। এটা উন্নয়নের জয়।”
মুলত এদিন শহরের থানা মোড় এলাকায় তৃণমূলের মহিলা কর্মীরা জয় উদযাপনে ছিলেন সবার আগে। কোথাও বাজি ফাটিয়ে, কোথাও মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন তাঁরা। দলের এক প্রবীণ নেতা বললেন, “এই জয় তৃণমূলের প্রতি মানুষের আস্থার সিলমোহর। বাংলার মাটি ঘৃণার রাজনীতিকে কখনও মেনে নেয়নি, এই জয় তারই প্রমাণ।” অন্যদিকে, উপনির্বাচনের ফলাফল প্রকাশ হতেই বিজেপি, বাম ও কংগ্রেস—বিরোধী শিবিরে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করা গেছে এদিন। যাদের এই ছন্দপতনের জন্য অনেকেই দায়ী করেছেন দলের অভ্যন্তরীণ অস্বচ্ছলতা ও নেতৃত্বের দুর্বলতাকে।
যদিও এনিয়ে রাজনৈতিক মহল মনে করছে, এই উপনির্বাচন ছিল তৃণমূলের জন্য এক অগ্নিপরীক্ষা। কিন্তু ফলাফলে স্পষ্ট, উন্নয়ন এবং তৃণমূলের সাংগঠনিক শক্তি মানুষের মন জয় করেছে। সব মিলিয়ে উপনির্বাচনের এই ফলাফল তৃণমূলের জন্য যেমন ‘সবুজ সংকেত’, তেমনই বিরোধীদের জন্য এক বড় সতর্কবার্তা বলেই মনে করছেন অনেকে।

