উত্তর দিনাজপুর জেলা পরিষদের পাঁচ নম্বর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নার্গিস বেগম প্রচার করেন। তিনি বলেন এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হারে উন্নয়ন করেছে গ্রামে আর কাঁচা রাস্তা নেই।যেগুলো রাস্তা কাঁচা ছিল তা পথশ্রী র মাধ্যম দিয়ে সমস্ত এই রাস্তা কাঁচা থেকে পাকা করা হয়েছে। তিনি আরো বলেন জেতার ব্যাপারে আশাবাদী তবে মার্জিন যা হবে তা ১১ তারিখে দেখে নিতে পারবেন। অপরদিকে এলাকাবাসী শফিক আলম বলেন ইসলামপুর তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের স্ত্রী পাঁচ নম্বর জেলা পরিষদের আসনে দাঁড়িয়েছেন। তিনি বিগত দিনে আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তবে তিনি পাঁচ নম্বর জেলা পরিষদের আসন থেকে জিতে আসলে এলাকার আরো উন্নয়ন হবে। আগডিমটি খুন্তি অঞ্চলের বেরনবাড়ী চাঁপাসার সহ বিভিন্ন গ্রামে প্রচার করেন পাঁচ নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী।

