উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ১২০ নং বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজি এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

উত্তর দিনাজপুরঃ——– উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ১২০ নং বুথে পুনর্নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজি এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশসূত্রে জানা গেছে বোমাবাজির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ধৃতদের ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে ভোটাররা ভোট দিতে আসে।

উল্লেখ্য, উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোট লুঠ, মারামারি, বোমাবাজি সহ ব্যাপক সন্ত্রাসের অভিযোগ আসে। মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর বুথেও ভোটলুঠ হয় বলে অভিযোগ। বিরোধী দলগুলি এই বুথে পুনঃনির্বাচনের দাবি তুললে প্রশাসনের পক্ষ থেকে এই বুথে পুনঃনির্বাচনের ব্যবস্থা করা হয়। তবে সোমবার সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে এবং ভোটারদের ভোট দিতে যেতে বাঁধা দেয় বলে অভিযোগ। ভোটারদের ভয় দেখাতে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ ওঠে। বিরোধী দলগুলি প্রশাসনকে অভিযোগ জানালে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪ জনকে আটক করে নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তীসময়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সাধারণ ভোটাররা ভোট দিতে আসে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *