উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন বনাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন এর সংঘাত এখন তুঙ্গে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ, ২৪ এপ্রিল :——– জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো যখন বলছেন জেলার প্রশাসন ও পুলিশ প্রশাসন কোন রকম সহযোগিতা তাকে করছে না ।ঠিক তখন উল্টো কথা বলছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যরা।তাদের বক্তব্য সব রকম ভাবে সহযোগিতা করা হচ্ছে।এটা ভুল বলছেন তারা। অভিযোগ, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো কিছু না জেনেই উস্কানিমূলক মন্তব্য করছেন, এটা দুর্ভাগ্য।রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, যখন ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে। যখন সেখানে কিছু ধরা পড়েনি। তখন কিছু না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো নানান রকম ভুল কথা বলছেন।তিনি বলেন তারা সব দিক দিয়ে সহযোগিতা করার কথা বললেও জাতীয় শিশু সুরক্ষা কমিশন উল্টো তাদের কে সহযোগিতা করছে না। তারা আমাদের সাথে কথা বলে না। তারা রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে সম্পূর্ণভাবে এড়িয়ে যায়। নিয়ম হল একসাথে কাজ করা। তারা কখনই এই কাজটি করে না। প্রিয়াঙ্ক কানুনগো ঘটনা না জেনে যে ধরণের মন্তব্য করছেন তা উলঙ্ঘন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *