উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে মনোনয়ন মিছিল

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা,১৬ এপ্রিল : ————–———-
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল শুরু হয়। অন্যদিকে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসুন ব্যানার্জির সমর্থনে পুরাতন মালদার সাহাপুর থেকে শুরু হয় রোড শো।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান, উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জী,মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি বাবলা সরকার, শুভময় বসু, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূলের প্রতীকে মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ মালদা ও উত্তর মালদা তৃণমূল প্রার্থী। কর্মী সমর্থক ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে দুই প্রার্থী বলেন জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তারা।
পুরাতন মালদার সহা পুর সংলগ্ন সেতু মোর থেকে সুসজ্জিত এক শোভাযাত্রা সহকারে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি দলীয় সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে গেলেন ইংরেজ বাজার শহরে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী সহ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি , পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং শফিকুল ইসলাম তৃণমূল নেতা বাবলা সরকার, বিভূতিভূষণ ঘোষ সহ উত্তর মালদা কেন্দ্রের বিভিন্ন ব্লকের তৃণমূল কর্মী ও সমর্থক। ঢাক, ঢোল, মাদল, তাসা ইত্যাদি বাজিয়ে দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা করতে যান উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *