উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন সংগঠিত করতে দক্ষিণ দিনাজপুরে জেলা সম্মেলনের আয়োজন হরিজনদের। ২১ জনের নতুন কমিটি করে সম্পাদকের দায়ীত্ব্ব দেওয়া হয় বিজয় বাসফোরকে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ১৩ অগাস্ট———- উত্তরবঙ্গ জুড়ে নিজেদের দাবি-দাওয়া সংক্রান্ত আন্দোলনকে আরো জোরদার করতে উত্তরবঙ্গ ব্যাপী সংগঠনের সাথে যুক্ত হল দক্ষিণ দিনাজপুরের হরিজনরা। রবিবার দক্ষিণ দিনাজপুর হরিজন কল্যান সমিতি নামে ওই সংগঠনটিকে একত্রিত করা হয় নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে ওই সংগঠনটিতে। যে সংগঠনের এদিন জেলা কমিটির প্রথম জেলা সম্মেলনও অনুষ্ঠিত হয় বালুরঘাটে। এদিন দুপুরে বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির পাড়াতে একটি সমাবেশের মাধ্যমে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বরা। হাজির হয়েছিলেন নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক গৌতম বাসফোর ও সভাপতি সুরেন্দ্র রাউত ও। এদিন জেলা সম্মেলন শেষে বিজয় বাসফোরকে সম্পাদক করে ২১ জনের একটি জেলা কমিটি গঠন করা হয় সংগঠনের তরফে।

সংগঠনের উত্তরবঙ্গের সম্পাদক গৌতম বাসফোর বলেন, উত্তরবঙ্গ জুড়ে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন আরো বৃহত্তর করতেই এদিন এমন সম্মেলনের আয়োজন। যেখানে ২১ জনের একটি কমিটি করে বিজয় বাসফোরকে মূল দায়ীত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *