মালদা——––উত্তরবঙ্গের বৃহত্তম কালী পূজা বলতে আইহো, বুলবুলচন্ডীর পুজো বোঝায়। আইহো অঞ্চল সার্ববজনীন শ্রীশ্রী শ্যামা কালী পুজো কমিটির উদ্যোগে আজ হয়ে গেল খুঁটি পূজা মধ্য দিয়ে মূর্তি তৈরি কাজ ও পূজার শুভ সূচনা,পুরোহিত দিয়ে পুজা দিয়ে ঢাক বাজিয়ে,পুরানো রীতি মেনেই পূজার মধ্যে দিয়ে প্রতিমা তৈরি ও পুজোর প্রস্তুতি শুরু হয়। এবছর ৪৯ বছরে পদার্পণ করেছে।এই মুত্তির উচ্চতা প্রায় ৩৫ হাত।এই পুজোতে দেখাযায় ভক্তদের ভীর চকে পরার মতো।জেলা ও বিভিন্ন জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসে ।এই মায়ের মূর্তি মন্দির রাখা হয় ১৫ দিন, এই মায়ের পুজো ঘিরে চলে১৫ দিন মেলা।

