ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের চন্ডিপুরে নদী তীরবর্তী এলাকায় আচমকাই ফাটল!আতঙ্কিত এলাকা বাসী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের চন্ডিপুরে নদী তীরবর্তী এলাকায় আচমকাই ফাটল!আতঙ্কিত এলাকা বাসী।প্রায় ৪০০-৪৫০ মিটার এলাকা জুড়ে এই ফাটল দেখা যাচ্ছে। প্রতিনিয়ত এই ফাটল ধীরে ধীরে জনবসতীর দিকে এগিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছেন ফাটল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তাদের রাতের ঘুম পড়ে গেছে। নদীর তীরবর্তী এলাকার প্রায় ৫০০ টি পরিবার বাস করছেন। ফাটল কিভাবে যদি এগিয়ে আসে তাহলে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ১৫ থেকে ২০ ফিট গর্ত হয়ে যাচ্ছে। এই বিষয়ে ব্লক প্রশাসনকে জেলা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। ইতিমধ্যে ব্লক পোষ্ট ইংরেজবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা এসে ঘুরে গেছেন এলাকা থেকে। এই বিষয়ে যথেষ্ট তৎপরভাবে জেলা প্রশাসন এমনকি শেষ দপ্তর বিষয়টি ভাবুক। এখন থেকেই এ বিষয়ে উদ্যোগ না করলে সামনে বর্ষা বড়সড়ো এই এলাকায় ফাটলের পাশাপাশি ধস নেমে পড়বে এলাকাজুড়ে। এরকম ঘটনা এইবারই প্রথম। ঘটনার একদিন পর থেকেই এলাকায় সিভিক পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকাই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বলে অভিমত চন্ডিপুর বাসীর।সেই ফাটল ক্রমশ বাড়ছে।শুধু ফাটল নয়,বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে।প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভিটে মাটি ছাড়া হয়ে যাবে প্রায় পাঁচশো পরিবার।
যদিও এই বিষয়ে ইংরেজবাজার ব্লক এর ভিডিও সৌগত চৌধুরী জানান বিষয়টি আমরা শুনেছি এবং ইতিমধ্যেই এলাকায় আমাদের আধিকারিকরা ঘুরে এসেছেন বিষয়টি আমরা দেখছি এবং পাশাপাশি শেচ দপ্তর কেউ চিঠি পড়ে জানানো হচ্ছে তারাও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন প্রশাসন এলাকার মানুষদের পাশে রয়েছে। অযথা আতঙ্ক হওয়ার দরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *