মালদা,১১ ফেব্রুয়ারি : ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগ ও পরিচালনায় এবং সাংস্কৃতিক পরিচালন কমিটির সহযোগিতায়
অংকন ও সংগীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনি ও রবিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন শতাধিক খুদে স্কুল পড়ুয়া অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার, স্থানীয় কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের আয়োজন করা হয় কুড়ি নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লী এলাকায়।
রবিবার বিভিন্ন প্রতিযোগিতায় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।

