মালদা,১৪ এপ্রিল : । নববর্ষের আগে মালদা শহরের রাজমহল রোডে অভিযান শুরু হয়। ট্রাফিক ওসি বিটুল পাল সহ অন্যান্য পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
শহরের বিভিন্ন রাস্তার ফুটপাত দখল করেছে ব্যবসায়ীরা। এর ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
ফুটপাত ঘিরে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন চেয়ারম্যান। পহেলা বৈশাখের আগে ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেন পুরসভার চেয়ারম্যান চৌধুরী। নিজেরা ফুটপাত দখল মুক্ত না করলে পুরসভার পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় ব্যবসায়ীদের। বেশ কিছু জায়গায় পুরসভার পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান চেয়ারম্যান।

