আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রণক্ষেত্রে চেহারা নিল মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকাআসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রণক্ষেত্রে চেহারা নিল মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:————আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রণক্ষেত্রে চেহারা নিল মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকা। নির্দল প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ঘটনায় আহত উভয় পক্ষের চারজন। সোমবার গভীর রাত্রে এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে ইংলিশ বাজার থানার পুলিশ। জানা যায় সোমবার গভীর রাতে ভোট প্রচারকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় নির্দল প্রার্থী হাতেম তাই মিয়া, নৌজাহান মিয়া এবং কাসরুল মৌমিন
আহত হয়। অন্যদিকে তৃণমূলের এক কর্মী আজাহারুদ্দিন মৌমিন আহত হয়েছে। যদিও খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় সোমবার রাত্রে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থী আলাদা আলাদা ভাবে। ঠিক সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে মঙ্গলবার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থী ঔরঙ্গজেব হোসেন জানান, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। ওরা ভয় পেয়েছে তাই আমাদের প্রচার করতে বাধা দিচ্ছে আমাদের উপর হামলা চালাচ্ছে।
অন্যদিকে এই বিষয়ে নির্দল প্রার্থী মোকবেল মিয়া জানান, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে এত দুর্নীতি হয়েছে মানুষ তাদের পক্ষে নেই। তাই আমরা তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছি। দুর্নীতিগ্রস্তদের টিকেট দেওয়া হয়েছে। গতকাল রাত্রে আমরা প্রচার করছিলাম ঠিক সেই সময় আমাদের উপর হামলা চালায় শাসকদলের দুষ্কৃতীরা। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *