এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের নুরপুর এলাকায় আল-আমিন মডেল স্কুলের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, আল-আমিন মডেল স্কুলের জেনারেল সেক্রেটার নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা শাসক আব্দুল কালাম আজাদ, গঙ্গাপুর মহকুমা শাসক পি প্রমথ, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল, বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল এছাড়াও আরো অনেকে। উপস্থিত সকলকে বরণ করে নেয় আল-আমিন মডেল মিশনের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আজকে বংশীহারের মিরপুর এলাকার আল আমিন মডেল মিশনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে হাজির হয়েছি। যেখানে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের সমস্ত রকম সুযোগ-সুবিধার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার কাজ করে চলেছেন। তারা আগামী দিনে এই ধরনের কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করছি।
এ বিষয়ে নুরপুর আলামিন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার জানিয়েছেন, আজকে আমাদের মিশনের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হলো। সেখানে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

