আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বছর ২০ এর অনুশীলা তালুকদার ডীমা নদীর পারে পূজো দিতে গিয়ে আর ফেরেনি ঘরে, চিন্তায় পরিবার। নদীর ধারে অনুশীলার জুতো জোড়া পাওয়া যায়, সেই থেকেই দানা বাঁধে রহস্য। এদিকে মোকাবিলা বিপর্যয় দপ্তরের কর্মীরাও অক্লান্ত পরিশ্রম করে বারংবার খুঁজেই চলেছে। জানা যায় গতকাল সকাল ন’টার পর থেকে আজ মঙ্গলবার পুরো ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অনুশীলাকে। অনুশীল ার পায়ের জুতো জোড়া আগলে অপেক্ষায় তার বাবা। পাশাপাশি স্নিফার ডগ দিয়েও এদিন চিরুনি তল্লাশি করা হয় বলে জানা যায়।

