আলিপুরদুয়ার :——————- আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের রায়ডাক দুই নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। ধনটলীটাপু, রায়ডাক, তুরতুরি সহ বেশ কয়েকটি চা বাগান ও কয়েকটি এলাকার বাসিন্দাদের কুমারগ্ৰাম আসতে হলে রায়ডাক দুই নদী পের হতে হবে আর রায়ডাক দুই নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে তখন নৌকা ও চলাচল করেনা তখন একপ্রকার গৃহবন্দী মানুজন। প্রতিনিয়ত এলাকার কয়েকহাজার মানুষ ও ছাত্রছাত্রীদের এই নৌকা করে রায়ডাক দুই নদী পারাপার করে কুমারগ্ৰামে আসতে হয়। কেননা স্কুল, হাসপাতাল, ব্লক অফিস সব কুমারগ্ৰামে তাই প্রতিনিয়ত কুমারগ্ৰামে আসতে হয় এলাকার বাসিন্দাদের।
দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার বাসিন্দারা এই সেতু নির্মাণ দাবী জানিয়ে আসছে। বাসিন্দারা জানান সবাই এসে আশ্বাস দিয়ে চলে যায় কিন্ত সেতু আর হয়না।
এই রায়ডাক দুই নদীর সেতু নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমল ও বিজেপি শুধু একে অপরেরে উপর অভিযোগ পালটা অভিযোগ করছে।
তৃণমূল আলিপুরদুয়ার জেলা সভাপতি ও রাজ্যসভা সাংসদ প্রকাশ চিকবড়াইক জানান বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয় এর পূর্বের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছিল সেতু হবে কিন্ত হয়নি।
ওপরদিকে বিজেপি নেতা ও কুমারগ্ৰাম পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা ললিত দাস জানান পূর্বের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা রায়ডাক দুই নদীতে সেতু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল কিন্ত রাজ্যসরকার এন ও সি না দেওয়ায় সেতু তৈরি কাজ হয়নি।

