মালদা, ১১ জুন:————–——— আর্মড ফোর্সে যোগদানে উৎসাহী করতে উদ্যোগ নিল বিএসএফ। ১১ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির কম্বাইনড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে বিএসএফের জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি ভি টি কায়ারকর, বিএসএফের মালদা সেক্টরের সিও, এনসিসি মালদা জোনের কমানড্যান্ট সহ অন্যান্যরা।
ডিআইজি বলেন, আজ ১১ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির কম্বাইনড বার্ষিক ট্রেনিং ক্যাম্প চলছে। এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতে বিএসএফের পক্ষ থেকে আমরা এসেছি। কীভাবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগদান করা যায়, কোন কোন পদে তারা যোগদান করতে পারেন সে সব তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি আজ এখানে অস্ত্র প্রদর্শনীও করা হয়েছে।

