শিলিগুড়ি:— আরজি করের ঘটনার পর রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল।এরপরই রাজ্যের তরফে প্রতিটি মেডিকেলে বাড়তি বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।পাশাপাশি প্রতিটি মেডিকেলে সিসিটিভি ক্যামেরার নজরদারি আরও বাড়াতে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়।এরপরই অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার প্রতিটি মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে সাত সদস্যের একটি হাই পাওয়ার কমিটি গঠন করেন।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার হাই পাওয়ার কমিটির বৈঠক হল শিলিগুড়ির সার্কিট হাউসে।রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে সাত সদস্যের এই কমিটি বৈঠক করের।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।পাশাপাশি দুই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরাও ছিলেন।এদিনের বৈঠকের পর দুই মেডিকেল কলেজের রিপোর্ট দেবে এই কমিটি রাজ্য সরকারকে।বৈঠকের পর সুরজিৎ কর পুরকায়স্থ বলেন,মেডিকেল কলেজের নিরাপত্তার খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হয়েছে।অনেকগুলো বিষয় উঠে এসেছে।সেগুলো পর্যালোচনা করে দেখা হবে।

