আমের জেলায় আমবাগান কেটে সাফ! ওল্ড মালদহের সাহাপুর ও মুচিয়া অঞ্চলের মধ্যবর্তী এলাকায় রাজ্য সড়কের দুই পাশে এবং ওই এলাকার মহামায়া মন্দির সংলগ্ন পেট্রল পাম্পের পাশে প্রকাশ্যেই দেদার গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকজন মার্বেল পাথরের ব্যবসায়ী আমবাগানগুলি কিনে নিয়েছেন। সেই ব্যবসায়ীদের কাছ থেকে সমস্ত আমগাছ কিনে নিয়েছে এক শ্রেণির কাঠ মাফিয়া। তারপর থেকেই দেদার আমগাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। মহামায়া মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় দিনের আলোয় গাছ কাটা চলছে বলে অভিযোগ। বাসিন্দারা বাধা দিতে গেলে কিংবা প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাঁদের মারমুখি হয়ে তাড়া করছে। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ওল্ড মালদহের সাহাপুরে রাজ্য সড়কের ধারে প্রকাশ্যেই বেআইনিভাবে কাটা হচ্ছে আমগাছ। গাছ কেটে সেই বাগানগুলি ব্যবসার কাজে লাগাবেন কিছু ব্যবসায়ী বলে অভিযোগ। প্রশ্ন উঠছে প্রশাসন ও বন দফতরের ভূমিকা নিয়েও।

