কোচবিহার :- ।আক্রান্ত ওই কর্মী জানান সার্ভে করার সময় পঞ্চায়েত সদস্য ফোন করে তার কথা মতো সার্ভে করতে বলেন আর তাতে রাজি না হওয়ায় আচমকা এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং চেয়ার তুলে মারমুখী হয় সেই সময় সেখানে থাকা বাকিরা আটকে দেয় কিন্তু চেয়ারটি ছিটকে গিয়ে লাগে এক আধিকারিকের পায়ে।এরপর খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা থানা অন্তর্গত রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত পশ্চিম ডাউগুড়ি গ্রামে।
জানা যায় এদিন, ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত রুইডাঙ্গা অঞ্চলের পশ্চিম ডাউয়াগুড়ি গ্রামে বাংলা আবাস যোজনায় লিস্ট নিয়ে রুইডাঙ্গা অঞ্চল স্টাফ থেকে ঘরের সার্ভে করেতে আসে ৩ জন। ১জন BDO স্টাফ, ১জন VRP কর্মী, ১জন অঞ্চল স্টাফ।অভিযোগ সার্ভে করতে আশা কর্মীদের ওই ৫০ সদস্য প্রথমে ফোন করে তার মত করে তার মত করে সার্ভে করতে বলেন সেটা না মানায় কিছুক্ষণের মধ্যে স্থানীয় পঞ্চায়েত সদস্য মনিরুল হক ঘটনা স্থলে এসে কর্মীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে পরবর্তী তিনি ঘটনায় তুলে থাকে একটি চেয়ার ছুড়ে ফেলে । পরে তারা খবর দেয় পুলিশকে ঘটনাস্থলেডাঙ্গা থানার পুলিশ এসে ওই পঞ্চায়েত সদস্যকে আটক করে নিয়ে যায়। ।

