আলিপুরদুয়ার:————————
যেখানে আবাস যোজনা ঘর নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে অন্যদিকে মথুরা গ্রামপঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভা তাঁর নিজের নামে ঘর আসলে ফিরিয়ে দেন ।উপপ্রধান সাফ জানিয়ে দেন যখন ২০২২ সালে ঘরের সার্ভে চলছিল আমি সাধারণ নাগরিক ছিলাম তখন আমার ভালো ঘর ছিলো না সেই সার্ভে অনুযায়ী নাম এসেছে কিন্তু এখন আমার বাড়ি ঘর করেছি জনপতিনিধি হয়েছি তাই ঘর ফিরিয়ে দিলাম আমার ঘরটি অন্যকোনো গরিব মানুষ পেয়ে উপকৃত হোক ।

