আবার বাংলাদেশী গ্রেফতার শিলিগুড়িতে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

।দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্তের পানিটাংকিতে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবক।এসএসবির ৪১নম্বর ব্যাটালিয়ন ভারতীয় সীমান্তের ৬০০মিটারের ভেতরে ওই বাংলাদেশি যুবককে আটক করে।ধৃতের নাম মোঃ মানিক।মোহাম্মদ মানিকের বয়স ৩৫ বছর।এস এস বি সূত্রে জানা গিয়েছে সে বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন,দুটি সিম কার্ড,বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স,বাংলাদেশের নাগরিকত্বের কাগজ,ভারতের আধার কার্ড এবং ভারতের প্রায় ৩৫০০টাকা।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এসএসবি জানতে পেরেছে ২২শে আগস্ট মোঃ মানিক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।বেআইনি ভাবেই সে ভারতে প্রবেশ করেছিল।বাংলাদেশি এজেন্ট মোহাম্মদ হালিম পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে মোঃ মানিককে ভারতে প্রবেশ করায় বলেই জিজ্ঞাসাবাদে এসএসবি জানতে পেরেছে।১২০০০ টাকার বিনিময়ে সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলেই জানিয়েছে এসএসবি।ভারতে এসে টেলারিং এর কাজ করাই লক্ষ্য ছিল মোঃ মানিকের বলেই জানিয়েছে এসএসবি।ধৃত মোহাম্মদ মানিককে শনিবার রাতেই দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান।ধৃতকে রবিবার তোলা হবে শিলিগুড়ি আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *