আবারো বরোসড়ো সাফল্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ রাজ্য

মালদা : প্রায় ১ ঘন্টার চেষ্টায় ৯ মাসের শিশুকে অস্ত্রোপচার করে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জানা যায়, মালদার ৮ মাইলের ডোমনটোলা এলাকার বাসিন্দা পূরভূ সোড়েনের একমাত্র সন্তান হিমাল সোড়েন উঠোনে খেলছিল ঠিক সেই সময় মাটিতে পড়ে থাকা একটি কানের দুল মুখে দিয়ে গিলে নেয় মুখে ঢুকে গলায় আটকে পরে। খাদ্যনালী ও শ্বাসনারির মাঝখানে সেই কানের দুলটি আটকে যায় এর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট নিতে খুব সমস্যা হয় তড়িঘড়ি তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ও তারপর সেখান থেকে মালদা মেডিকেল কলেজে পাঠায়। মালদা মেডিকেল কলেজের ডাক্তার উৎপল জানা,গণেশ চন্দ্র গাইন, ডাক্তার শুভজিৎ সরকার, ডাক্তার এম এ রহমান , মোহাম্মদ রফিকুল সহ প্রায় আটজনের এক টিমের প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টার অস্ত্রোপাচার সফল হয় এবং বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান ডাক্তারদের দল। ডাক্তারদের এই প্রচেষ্টায় শিশু সুস্থ হওয়ায় পরিবারের লোকজন মেডিকেল কলেজের ডাক্তারদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *