আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, পুরাতন মালদার অন্তর্গত মুচিয়া লাল ব্রিজে ৷ জানাযায় এই নিয়ে প্রায় দ্বিতীয় বার চুরির ঘটনা ঘটলো তারা মায়ের মন্দিরে ৷ কে বা কারা চুরি করে নিয়ে পালিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি | জানাযায় শুক্রবার রাত্রে তারা মায়ের মন্দিরের সাইডের টিন কেটে ভেতরে ঢুকে তারা মায়ের মন্দিরের ভিতরের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা | চুরি যাওয়া সামগ্রির মধ্যে ছিল তারা মায়ের একজোড়া চরণ, মায়ের পায়ের তোরা, এবং চরণের নিচের থালা সহ পূজার বিভিন্ন সামগ্রী | খবর দেওয়া হয় পুলিশে ৷

