আবগারি বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ-‌সহ ২ জনকে গ্রেপ্তার করে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

মালদা : ——–– বৃহস্পতিবার সাত সকালে গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর আবগারি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের শ্যামডাঙ্গা এবং বিজইল গ্রামে তল্লাশি চালিয়ে মোট ৬০ লিটার অবৈধ চোলাই মদ-‌সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সাইকেল ও মোটর বাইকে করে অবৈধ চোলাই মদ পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল। ধৃতদের নাম সন্তোষ হাজদা (২৫)‌ ও সুশীল মার্ডি (৫০)। সন্তোষের বাড়ি হবিবপুরের আকতৈল অঞ্চলের করনজা গ্রামে এবং সুশীলের বাড়ি হবিবপুরেরই বৈদ্যপুর অঞ্চলের শ্যামডাঙ্গা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *