মালদা:- ————–—-আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সচেতনতামূলক ট্যাবলোর মাধ্যমে এক সপ্তাহব্যাপী প্রচার শুরু করলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে মালদা কালেক্টরেট ভবনের সামনে থেকে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তারা। এই ট্যাবলোর মাধ্যমে এক সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় শিশুদের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধার বিষয়ে নানান ধরনের প্রচার চালানো হবে।

