তপন ও গঙ্গারামপুর,১০ সেপ্টেম্বর :————– রবিবার তপন উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষিকা কনিকা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী দীপা মন্ডল,জয়শ্রী ঘোষ,সুমিত হাজরা,পারমিতা রায়,রত্না বর্মন,স্বর্ন বিশ্বাস,মিতা মন্ডল প্রমুখ।তপন সহ জেলার বালুরঘাট,গঙ্গারামপুর,কুমারগঞ্জ,বুনিয়াদপুর সহ বিভিন্ন প্রান্ত থেকে ১৭০ জন প্রতিযোগীরা অংশ নিয়েছিল। পাঁচটি বিভাগে অঙ্কন,নৃত্য,আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষিকা তথা সাংস্কৃতিক প্রেমী কনিকা রায় বলেন,বর্তমান প্রজন্মকে সাংস্কৃতিক মনা হওয়া ভীষণ জরুরি। কারন বিপথে যেন তারা চলিত না হয়। সেজন্য আজকে প্রতিযোগীতা মূলক এই অনুষ্ঠান। পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখে ভালো লাগল।
অপর দিকে গঙ্গারামপুরের বিনা নিক্কন কেন্দ্রের উদ্যাগে প্রতিযোগীতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাচ,ও আবৃত্তি ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার পড়ার মত। উপস্থিত ছিলেন বিনা নিক্কন কেন্দ্রের কর্মকর্তা সুশ্বেতা দাস।

