আদি কালীমাতার বাৎসরিক মহাপুজো ঘিরে আনন্দে মেতে উঠলো কালিয়াগঞ্জ থানা আবাসনের বাসিন্দারা। কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনের শ্যামা মায়ের মন্দিরে প্রতিবছর অগ্রহায়ণী অ্যামাবস্যার রাতে আদি কালীমাতার মহাপুজোর আয়োজন হয়। থানা আবাসনের মহিলা ভক্তবৃন্দ এবং শহরের বিশিষ্ট নাগরীকদের একাংশ যৌথ ভাবে এই মহাপুজোর আয়োজন করে থাকে। এবারে ৩৫ বছরে পর্দাপন করেছে এই কালিয়াগঞ্জ থানার মন্দিরে এই কালীপূজা। এই মহাপুজো উপলক্ষ্য শনিবার সন্ধ্যায় বহু মানুষের সমাগম হয়েছিল পুরাতন ও বর্তমান কালীমাতার মন্দিরে। কালিয়াগঞ্জ শহরে বর্তমান থানা ক্যাম্পাসের মতোই নিয়ম মেনে এদিন রাতে মোস্তফানগর পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জে অবস্থিত পুরাতন থানা ময়দানের মন্দিরে শ্যামা পুজোর আয়োজন করা হয়।
প্রথা মেনে এদিন সন্ধ্যায় প্রথমে হাট কালিয়াগঞ্জের থানা ময়দানের সেই পুরাতন মন্দিরে মা কালীর পূজো শুরু হয়। তারপর কালিয়াগঞ্জের বর্তমান থানা ক্যাম্পাসে মা আদি কালীর পুজো শুরু হয়। ১৮৭৪ সালে ব্রিটিশ সরকারের আমলে স্হাপন হয়েছিল কালিয়াগঞ্জ থানা। আদি কালীমাতার এই বাৎসরিক মহাপূজা ঘিরে উৎসবের আবহ ছিল কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীদের মধ্যে।

