আদিবাসী সেঙ্গেল অভিযান (ASA) এর ডাকে ১২ঘন্টা ভারত বনধ সফল করতে বুনিয়াদপুরে রাস্তা অবরোধ করা হয়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উল্লেখ্য পাঁচ দফা দাবী তুলে আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে বারো ঘন্টা ভারত বন্ধ করা হয় বিভিন্ন জায়গায়। তাদের মূলত দাবি গুলি হলো ২০২৩ এ “সারনা ধর্ম কোড দিতে হবে। ২। মারাং বুরু জৈন ধর্মালম্বিদের হাত থেকে দখল মুক্ত করে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। ৩। রাষ্ট্রীয় মান্যতা প্রাপ্ত সান্তালী ভাষাকে ঝাড়খন্ডের প্রথম রাজভাষার মান্যতা দিতে হবে। ৪। অসম ও আন্দামানের ঝাড়খন্ডী আদিবাসীদের অবিলম্বে ST সূচীতে সামিল করতে হবে। TMC,JMM, BJD, CONGRESS পার্টি দ্বারা কুর্মি মাহাতোদের ST সূচিতে সামিল করে প্রকৃত আদিবাসীদের জীবন্ত হত্যার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৫।আদিবাসীদের স্বশাসন (মাঝি পারগানা) ব্যবস্থায় গনতান্ত্রিক করণ ও সংবিধান লাগু করতে হবে। দাবি না মানলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি জানিয়েছেন আছি আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ১২ ঘন্টা ভারত বন্ধ সফল করতে বুনিয়াদপুরে রাস্তা অবরোধ করেছি। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। মূলত আমাদের পাঁচ দফা দাবি রয়েছে এই দাবিগুলি না মেনে নিলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *