, বালুরঘাট, ১৯ সেপ্টেম্বর ————— আদিবাসী শিশু কন্যাকে তৃণমূল নেতার যৌন হেনস্থা! প্রতিবাদে রাস্তায় নামলো বিজেপির আদিবাসী মোর্চা। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে বালুরঘাটের মঙ্গলপুরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। চরম ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষজনেরা। বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত তৃণমূল শিক্ষক নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদিও পরবর্তীতে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার বিরাট পুলিশ। উঠে যায় পথ অবরোধও।
প্রসঙ্গত, রবিবার বালুরঘাটে প্রায় পাচ বছর বয়সী এক আদিবাসী শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক তৃণমূল শিক্ষক নেতাকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ জানায় অভিযুক্ত ওই শিক্ষকের নাম তপন বসাক। বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকার বাসিন্দা সে। ওইদিন সকালে শিশু কন্যার মায়ের অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষক নেতাকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। জানা যায়, রোজকার মতো শনিবার প্রায় পাচ বছর বয়সী ওই আদিবাসী শিশু কন্যাটি অনান্য খুদে পড়ুয়াদের সাথে স্কুলে এসেছিল। বয়স না হলেও স্কুলে আসবার নেশা থেকেই এলাকার ছোট ছেলে মেয়েদের সাথে স্কুলে আসত সে। ওইদিন বিদ্যালয় ছুটির পর অভিযুক্ত শিক্ষক তপন বসাক ছোট্ট ওই খুদে পড়ুয়াকে ডেকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনা জানবার পরেই রবিবার সকালে এনিয়ে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই খুদে স্কুল পড়ুয়ার মা। যে অভিযোগ পেয়েই ওই শিক্ষককে আটক করে ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক। এদিকে তৃণমূল শিক্ষক সংগঠনের সাথে যুক্ত থাকা ওই শিক্ষকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ সামনে আসতেই রীতিমতো নিন্দার ঝড় উঠে গোটা বালুরঘাট শহরজুড়ে। যার পরেই এদিন রাস্তায় নেমে আন্দোলনে নামে বিজেপির আদিবাসী মোর্চা। সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় সশস্ত্র আদিবাসীরা। যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীদের দাবি শিক্ষকের নামে কলঙ্কিত ওই তৃণমূল শিক্ষক নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পুলিশের তরফে দেওয়া যার আশ্বাস পেতেই উঠে যায় পথ অবরোধ।
বিজেপির আদিবাসী মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি বলেন, একটি আদিবাসী শিশু কন্যার সাথে যেভাবে যৌন হেনস্থা করেছে একজন শিক্ষক তা কখনই মেনে নেওয়া যায় না। তৃণমূলের সাথে জড়িত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

