আজ ৩০ শে মে ২০২৩ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে ম্যারাথর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকালে।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:——–আজ ৩০ শে মে ২০২৩ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে ম্যারাথর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকালে।এদিন সকালে আইহো বাস স্ট্যান্ড থেকে বুলবুলচন্ডি হাসপাতাল মোড় চার কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করে ভরতীয় জনতা পার্টীর তরফে। ৯৮জন যুবক ম্যাড়াথন দৌড়ে নাম দিয়ে ছিলো।এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুর ব্লক কনভেনার অর্জুন হালদার,বিভিন্ন মন্ডের সভাপতি সহ বিজেপির কর্মী সমর্থকরা। এদিন উত্তর মালদা সাংসদ খগেন মূমূ বলেন এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে ৩০ শে মে থেকে শুরু হলে এই ম্যাড়াথন দৌড় চলবে আগামী ৩০জুন পর্যন্ত এদিন দৌড়ে শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *