আজ মালদা জেলা INTTUC র উদ্যোগে নির্মাণ কর্মী ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মালদা কলেজ অডিটোরিয়াম সানাউল্লা মঞ্চে।
পাশাপাশি এই সভায় “তৃণমূলে নব জোয়ার” কর্মসূচির জন্য মালদা জেলা INTTUC র পক্ষ থেকে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সংগঠনের আগামীদিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
INTTUC মালদা জেলা কমিটির সকল নবনিযুক্ত সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
উপস্থিত ছিলেন মালদা জেলা INTTUC সভাপতি মাননীয় শ্রী শুভদীপ সান্যাল মহাশয়, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী আসিস কুন্ডু মহাশয়, সহ INTTUC মালদা জেলার সমস্ত ব্লক এবং শহর সভাপতিগণ, জেলা INTTUC র সকল সদস্যগণ , ব্লক INTTUC নেতৃত্বগণ ও INTTUC র অঞ্চল নেতৃত্বগণ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত INTTUC নির্মাণ কর্মী ইউনিয়নের নেতৃত্বগণ সহ আরও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

