আজকে সারাভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, CITU সহ

প্রথম পাতা

গঙ্গারামপুর ২৩ ডিসেম্বর :সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে আজকে সারাভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, CITU সহ বিভিন্ন গণসগঠনের পক্ষ থেকে “চোর মুক্ত পঞ্চায়েত চাই”এই স্লোগান কে সামনে রেখে গঙ্গারামপুর এরিয়া কমিটির অন্তর্গত নন্দনপুর অঞ্চলের পদযাত্রা ভক্তিপূর মোড় থেকে শুরু হয়ে ফতে নগর গিয়ে শেষ হয়।উপস্তিত ছিলেন গণ আন্দোলনের নেতা কমরেড নারায়ণ বিশ্বাস, কমরেড অচিন্ত্য চক্রবর্তী,কমরেড সুশান্ত বিশ্বাস, কমরেড তৌহিদ ই আমন, কমরেড পার্থ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *