বালুরঘাট, ২৪ এপ্রিল —-– রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে চেয়ে দাবি তুলল ওয়েব কুপা। সোমবার বালুরঘাটের থানা মোড় এলাকায় জলছত্র এবং গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি রাজ্যের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরতে মুখ্যমন্ত্রী ওই পদ পেলে সুবিধা হবে সকলের। সেই লক্ষ্যেই এদিন গণস্বাক্ষর অভিযান চালানো হয়। ব্যানার ফেস্টুন সহযোগে ওয়েবকুপার এমন আন্দোলনকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বালুরঘাটে।

