কুশমন্ডি থানার আকচা গ্রামের বাসিন্দা সুধারানী বসাক। প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় কাজ সেরে বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। সে সময় আচমকায় তাঁর শাড়িতে আগুন লেগে যায়। সুধারানী দেবীর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আগুন নেভায়। তড়িঘড়ি করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুশমন্ডি গ্রামীন হাসপাতালে। অবস্থা সংকট জনক হওয়ায় সেখান থেকে স্থান্তারিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। প্রৌঢ়ের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন।

