আগামী একবছরের মধ্যেই জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার গ্রামাঞ্চল, চা বলয় সহ প্রত্যন্ত এলাকাগুলিতে বাড়ি বাড়ি জল পৌছে যাবে। শুক্রবার জলপাইগুড়ি’তে পর্যালোচনা বৈঠকে যোগ দিতে এসে এই আশ্বাস দিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

জলপাইগুড়ি:- এদিন বিকেলে জলপাইগুড়ি আসেন তিনি। পূর্তদফতরের ইন্সপেকশন বাংলো’য় জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতর,দুই জেলার এই দুই দফতরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। তার সঙ্গে ছিলেন আদিবাসী ও অনগ্রসরশ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক ।
দুই জেলার আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক হয়। মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে জলপাইগুড়ি জেলায় ২লক্ষ ৮হাজার ২০৩টি পরিবারে জল পৌছে দেওয়া হয়েছে। এই জেলায় প্রায় ৪৭% কাজ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে দার্জিলিং জেলায় ৪২% কাজ শেষ। সেই জেলায় ১লক্ষ ৪৬হাজার ৩১০টি বাড়িতে জল পৌছে দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই যাতে দুই জেলাতেই ৫০% কাজ সম্পূর্ণ করা যায়, এদিনের পর্যালোচনা বৈঠক থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছে দুই জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের। প্রত্যন্ত এলাকাগুলিতে জলের পর্যাপ্ত সোর্স না থাকা, জল দূষিত হওয়ার মত কিছুটা সমস্যা রয়েছে ৷ তবে মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখেই দ্রুতগতিতে কাজ চলছে। আগামী ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ মাত্রা বেধে দেওয়া হয়েছে। তারপরই দুই জেলার গ্রামাঞ্চল, চা বলয় সহ প্রয়োজনীয় এলাকাগুলিতে জল পৌছে যাবে।

অন্যদিকে, পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তা, সেতুর হালহকিত নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। বেহাল রাস্তা এবং সেতুগুলির সংস্কার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *