আগামীকাল ১০ জুলাই রায়গঞ্জ বিধানসভা এলাকায় উপনির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে DC, RC সেন্টার সেখানেই যে সমস্ত ভোট কর্মীরা কালকে ভোট গ্রহণের কাজে অংশগ্রহণ করবেন তারা আসছেন এবং নিজে নিজে বুথ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম এবং ফিভি প্যাড সংগ্রহ করছেন তৎসহ পুলিশ ট্যাগিং করে বেরিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যদিও এই ডিসিআরসি সেন্টারে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো

