পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ ডিসেম্বর ——– ধর্মীয় উৎসবের আনন্দকে সমাজের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বোল্লা রক্ষাকালী পুজো কমিটি। রবিবার সকালে বালুরঘাট জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগে গিয়ে প্রায় পাঁচশোরও বেশি রোগীর হাতে ফলমূল তুলে দেন কমিটির সদস্যরা। রোগীদের সুস্থতা কামনা করে তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয় এই উদ্যোগের মাধ্যমে।
পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এ বছর প্রথমবারের মতো এই কর্মসূচি গ্রহণ করা হলেও ভবিষ্যতে এটি নিয়মিতভাবে পালন করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ শুধু অসুস্থদের মনোবল বাড়াতেই সাহায্য করেনি, বরং ভক্তদের কাছে ধর্মীয় চর্চার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার গুরুত্বও তুলে ধরেছে। হাসপাতালের রোগী এবং তাদের পরিবারের সদস্যরা বোল্লা রক্ষাকালীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, “আমাদের উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন আমরা সমাজের সবার সঙ্গে তা ভাগ করে নিতে পারি।” এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে।


 
	 
						