অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার এক সপ্তাহের মধ্যে, তেভাগা আন্দোলনে নিহত পরিবারের সদস্য স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়েছেন

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার এক সপ্তাহের মধ্যে, তেভাগা আন্দোলনে নিহত পরিবারের সদস্য স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়েছেন

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সহায়তা চাওয়ার এক সপ্তাহের মধ্যে, তেভাগা আন্দোলনে নিহত পরিবারের সদস্য সত্তরোর্ধ ছাপিয়া কোলেকে আজ তাঁর স্বাস্থ্য সাথী কার্ড হস্তান্তর করা হয়েছে৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে, “দক্ষিণ দিনাজপুরে তাঁর কর্মসূচি চলাকালীন জন সংযোগ যাত্রার অংশ হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ মে ঐতিহাসিক তেভাগা আন্দোলনে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাঁদের পরিবারের একজন সদস্য ছাপিয়া কোল স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার জন্য তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন”। বর্তমানে ছাপিয়া কোল তাঁর ছেলের ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন এবং তাঁদের এখন একটি কার্ড আছে।

সূত্রটি থেকে এও জানা গিয়েছে যে, “যেহেতু এটি একটি বিশেষ ঘটনা, সেইজন্য প্রশাসনের থেকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে আজই তাঁকে স্বাস্থ্য সাথী কার্ড হস্তান্তর করা হয়েছে”।

গত সপ্তাহে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে তেভাগা আন্দোলনের শহীদ স্মৃতিস্থল পরিদর্শন করেছিলেন এবং ওই বিদ্রোহে যে কৃষকরা জীবন উৎসর্গ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং সর্বদা তাঁদের দল থেকে সহযোগিতা করা হবে সেই আশ্বাস দেন। তাঁদের দুর্দশার কথা শোনার পর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন যে ১৪টি পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তাঁদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *