, বালুরঘাট, ২৪ মে —-— বাজির বিরুদ্ধে এবারে অভিযান শুরু হল দক্ষিণ দিনাজপুরেও। মালদার ঘটনা থেকে শিক্ষা নিয়েই জোর তৎপরতা জেলা প্রশাসনের। বুধবার সকাল থেকে বালুরঘাট সহ জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় জেলা প্রশাসনের বিশেষ টিম। বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্তর পাশাপাশি অবৈধভাবে বাজি মজুত রাখার ঘটনায় তিন ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করে পুলিশ।
এদিন জেলা প্রশাসনের এই বিশেষ অভিযানে হাজির ছিলেন জেলা শাসকের প্রতিনিধি হিসেবে ম্যাজিস্ট্রেট পর্যায়ে অধিকারিকরা, পুলিশ অফিসার ও দমকল বিভাগের অফিসাররা। এদিন বালুরঘাট ও হরিরামপুরে এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় হরিরামপুর থেকে দুই ব্যবসায়ী ও বালুরঘাট থেকে এক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, আমাদের দপ্তর, জেলা পুলিশ প্রশাসন ও দমকল বিভাগ নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়।জেলায় বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বাজি মজুত রাখা উদ্ধার করা জন্য এই বিশেষ টিম তৈরি করা হয়েছে।এই জেলায় কোন বাজি কারখানা না থাকলেও অবৈধভাবে বাজি মজুত রাখবার বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের কোন লাইসেন্স আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, এদিন অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিন জন ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করা হয়েছে।

